gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ গঙ্গার একটি ডানদিকের উপনদীর নাম কি? -
(ক) মহানন্দা
(খ) রামগঙ্গা
(গ) কোশী
(ঘ) শোন
উত্তরঃ (ঘ) শোন
প্রশ্নঃ ভারতের অরণ্য গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত? -
(ক) লক্ষনৌ
(খ) দেরাদুন
(গ) ভোপাল
(ঘ) দিল্লি
উত্তরঃ (খ) দেরাদুন
প্রশ্নঃ অর্থের মূল্য বলতে কী বুঝায়? -
(ক) দাম নির্ধারণের ক্ষমতা
(খ) ভোগ করার ক্ষমতা
(গ) ক্রয় করার ক্ষমতা
(ঘ) আয় করার ক্ষমতা
উত্তরঃ (গ) ক্রয় করার ক্ষমতা
প্রশ্নঃভারতে সুপ্রীম কোর্ট প্রথম কোথায় স্থাপন করা হয়েছিল? -
(ক) লখনৌ
(খ) মাদ্রাজ
(গ) কলকাতা
(ঘ) বোম্বে
উত্তরঃ (গ) কলকাতা
প্রশ্নঃ পশ্চিমবঙ্গে হিমালয়েরপাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? -
(ক) বাগরী
(খ) দৈয়রা
(গ) তরাই ও ডুয়ার্স
(ঘ) বারিন্দ
উত্তরঃ (গ) তরাই ও ডুয়ার্স
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ