gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 14
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোন্টি? -
(ক) চর্যাপদ
(খ) অথর্ববেদ
(গ) যজুবেদ
(ঘ) ঋকবেদ
উত্তরঃ (ঘ) ঋকবেদ
প্রশ্নঃ ইংরেজ এবং ফরাসিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ কোন্ সালে সংঘটিত হয়? -
(ক) ১৭৫৬ সালে
(খ) ১৭৬০ সালে
(গ) ১৭৬৪ সালে
(ঘ) ১৭৮৯ সালে
উত্তরঃ (খ) ১৭৬০ সালে
প্রশ্নঃ "কেন আমি নাস্তিক" বইটির রচয়িতা কে? -
(ক) মদন লাল ধিংরা
(খ) ভগত সিং
(গ) ক্ষুদিরাম বসু
(ঘ) সুভাষচন্দ্র বসু
উত্তরঃ (খ) ভগত সিং
প্রশ্নঃ এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় -
(ক) কেরালা
(খ) নারায়নগঞ্জ
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) হুনান প্রদেশ
উত্তরঃ (গ) অন্ধ্রপ্রদেশ
প্রশ্নঃ যে অক্ষরেখা ভারতের দুই ভাগে ভাগ করেছে তা হল -
(ক) কর্কটকান্তি রেখা
(খ) মকরক্রান্তি রেখা
(গ) নিরক্ষ রেখা
(ঘ) উপরের সবগুলোই
উত্তরঃ (ক) কর্কটকান্তি রেখা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ