gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 7
প্রশ্নঃ কোশ কে আবিষ্কার করেন? -
(ক) মেন্ডেল
(খ) রবার্ট হুক
(গ) ডিভ্রিস
(ঘ) রবার্ট ব্রাউন
উত্তরঃ (খ) রবার্ট হুক
প্রশ্নঃ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ কত বছর? -
(ক) ৪ বছর
(খ) ৫ বছর
(গ) ৬ বছর
(ঘ) ৭ বছর
উত্তরঃ (খ) ৫ বছর
প্রশ্নঃ রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশনের কার্যকালের মেয়াদ কত বছর? -
(ক) ৩ বছর
(খ) ৪ বছর
(গ) ৫ বছর
(ঘ) ৬ বছর
উত্তরঃ (ঘ) ৬ বছর
প্রশ্নঃ সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়সের প্রয়োজন হয়? -
(ক) ২৫ বছর
(খ) ৩০ বছর
(গ) ৩৫ বছর
(ঘ) ৪০ বছর
উত্তরঃ (গ) ৩৫ বছর
প্রশ্নঃ শিক্ষার হেরফের বইটি কার লেখা? -
(ক) রাজা রামমোহন রায়
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) রাসেল
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ