gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ কেন্দু পাতা দিয়ে তৈরী হয় -
(ক) তামাক
(খ) সিগারেট
(গ) বিড়ি
(ঘ) চুরুট
উত্তরঃ (গ) বিড়ি
প্রশ্নঃ "My Journey Transforming Dreams into Actions" - গ্রন্থটির লেখক কে? -
(ক) এ পি জে আবদুল কালাম
(খ) সুদেব যাদব
(গ) জাকির হোসেন
(ঘ) মহাত্মা গান্ধী
উত্তরঃ (ক) এ পি জে আবদুল কালাম
প্রশ্নঃ ইয়াস ঘূর্ণিঝড়ের নামকরণ কোন্ দেশ করেছিল? -
(ক) ওমান
(খ) ভারত
(গ) পাকিস্থান
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (ক) ওমান
প্রশ্নঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? -
(ক) রমীজ রাজা
(খ) শোয়েব আক্তার
(গ) ইনজামাম উল হক
(ঘ) সায়েদ আফ্রিদি
উত্তরঃ (ক) রমীজ রাজা
প্রশ্নঃ শিবালিককে অরুণাচল প্রদেশে কী বলা হয়? -
(ক) মিরি
(খ) ধাং
(গ) ধুন্দয়া
(ঘ) জাসকার
উত্তরঃ (খ) ধাং
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ