gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ 'ভারতের ব্যাঘ্র প্রকল্প' কবে শুরু হয় -
(ক) ১৯৬৭ সালে
(খ) ১৯৭০ সালে
(গ) ১৯৭৩ সালে
(ঘ) ১৯৭৫ সালে
উত্তরঃ (গ) ১৯৭৩ সালে
প্রশ্নঃ মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল -
(ক) লবন আন্দোলন
(খ) নীল বিদ্রোহ
(গ) ভারত ছাড় আন্দোলন
(ঘ) আসহযোগ আন্দোলন
উত্তরঃ (ঘ) আসহযোগ আন্দোলন
প্রশ্নঃ ক্যালসিয়া কার্বাইড ও জলের মিশ্রণ কি উৎপন্ন হয় -
(ক) ইথেন
(খ) মিথেন
(গ) অ্যাসিটিলিন
(ঘ) বিউটেন
উত্তরঃ (গ) অ্যাসিটিলিন
প্রশ্নঃ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৌর্ঘের সীমান্ত রয়েছে -
(ক) ঝাড়খন্ডের
(খ) আসামের
(গ) উড়িষ্যার
(ঘ) বিহারের
উত্তরঃ (ক) ঝাড়খন্ডের
প্রশ্নঃ বেদুইন কোন্ লেখকের ছদ্মনাম? -
(ক) বিনয় ঘোষ
(খ) নিখিল সরকার
(গ) দেবেশ চন্দ্র রায়
(ঘ) মনীশ ঘটক
উত্তরঃ (গ) দেবেশ চন্দ্র রায়
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ