gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ "আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে" - এটি কে বলেছিলেন? -
(ক) আবুল কালাম আজাদ
(খ) নেহেরু
(গ) গোপালকৃষ্ণ গোখলে
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (গ) গোপালকৃষ্ণ গোখলে
প্রশ্নঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে কোন্টি? -
(ক) ডোভার প্রণালী
(খ) পানামা খাল
(গ) কিয়েল খাল
(ঘ) সুয়েজ খাল
উত্তরঃ (ঘ) সুয়েজ খাল
প্রশ্নঃ ইলতুৎমিসের প্রধান দাস কর্মচারীরা যে সমিতি গড়ে তোলে, তার নাম কি ছিল? -
(ক) বন্দে গান
(খ) বন্দেগান-ই চাহালগান
(গ) পহেলগান
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) বন্দেগান-ই চাহালগান
প্রশ্নঃ সমুদ্রে এককোশী প্রাণীর জন্ম হয়েছিল? -
(ক) ১৫০ কোটি বছর আগে
(খ) ২৫০ কোটি বছর আগে
(গ) ৩৫০ কোটি বছর আগে
(ঘ) ৪৫০ কোটি বছর আগে
উত্তরঃ (গ) ৩৫০ কোটি বছর আগে
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? -
(ক) জাকির হোসেন
(খ) বি আর আম্বেদকর
(গ) রাজেন্দ্র প্রসাদ
(ঘ) জহরলাল নেহেরু
উত্তরঃ (খ) বি আর আম্বেদকর
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ