gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 3
প্রশ্নঃ জিহ্বার অগ্রভাগে অবস্থিত স্বাদগ্রাহক হল -
(ক) ঝাল
(খ) লবণাক্ত
(গ) তেতো
(ঘ) মিষ্টি
উত্তরঃ (ঘ) মিষ্টি
প্রশ্নঃ সাম্প্রদায়িক ভিত্তিতে প্রথম নির্বাচন প্রথা প্রবর্তিত হয় কোন্ আইনে? -
(ক) ভারতীয় পরিষদ আইন ১৮৯২ সালে
(খ) মরলে মিন্টো সংস্কার ১৯০৯ সালে
(গ) মন্তেগু চেমসফোর্ড সংস্কার ১৯১৯ সালে
(ঘ) ভারত শাসন আইন ১৯৩৫ সালে
উত্তরঃ (খ) মরলে মিন্টো সংস্কার ১৯০৯ সালে
প্রশ্নঃ কোন্ সুলতান "সুলতান-ই-আজম" নামে পরিচিত? -
(ক) আলাউদ্দিন খলজি
(খ) ফিরোজশাহ তুঘলক
(গ) কুতুবউদ্দিন আইবক
(ঘ) ইলতুৎমিস
উত্তরঃ (ঘ) ইলতুৎমিস
প্রশ্নঃ পরিকল্পনা অঞ্চলের সর্বোচ্চ স্তরে থাকে -
(ক) মিনি মাইক্রো অঞ্চল
(খ) মেসো অঞ্চল
(গ) ম্যাক্রো অঞ্চল
(ঘ) মাইক্রো অঞ্চল
উত্তরঃ (গ) ম্যাক্রো অঞ্চল
প্রশ্নঃ উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় -
(ক) দুর্যোগপূর্ণ আবহাওয়া
(খ) প্রখর উষ্ণতা
(গ) প্রবল শৈত্য
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) দুর্যোগপূর্ণ আবহাওয়া
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ