gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1
প্রশ্নঃ ভারতের উপ-রাষ্ট্রাপতিকে পাঠ করান -
(ক) রাষ্ট্রাপতি
(খ) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
(গ) লোকসভার অধ্যক্ষ
(ঘ) প্রধান মন্ত্রী
উত্তরঃ (ক) রাষ্ট্রাপতি
প্রশ্নঃ লখনৌ চুক্তি কাদের মধ্যে হয় -
(ক) অনুন্নত সম্প্রদায় ও ইংরেজদের মধ্যে
(খ) কংগ্রেস ও ইংরেজদের মধ্যে
(গ) ইংরেজ ও মুসলিম লীগের মধ্যে
(ঘ) কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে
উত্তরঃ (ঘ) কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে
প্রশ্নঃ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? -
(ক) মনিপুর
(খ) মধ্যপ্রদেশ
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) অসম
উত্তরঃ (ঘ) অসম
প্রশ্নঃ ভারত ও চীন যুদ্ধ কত সালে হয়েছিল? -
(ক) ১৯৬১ সালে
(খ) ১৯৬২ সালে
(গ) ১৯৬৩ সালে
(ঘ) ১৯৬৪ সালে
উত্তরঃ (খ) ১৯৬২ সালে
প্রশ্নঃ তক্ষশীলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? -
(ক) ভারতে
(খ) পাকিস্থানে
(গ) বাংলাদেশে
(ঘ) আফগানিস্থানে
উত্তরঃ (খ) পাকিস্থানে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ