gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 3
প্রশ্নঃ স্তুপ পর্বত এর একটি আদর্শ উদাহরণ হলো -
(ক) মহাকাল
(খ) সাতপুরা
(গ) আরাবল্লি
(ঘ) হিমালয়
উত্তরঃ (খ) সাতপুরা
প্রশ্নঃ কোন্ প্রক্রিয়ায় দ্বারা উদ্ভিদের মূলরোম জল শোষণ করে? -
(ক) ব্যাপন
(খ) অভিস্রবণ
(গ) বাষ্পমোচন
(ঘ) ব্যাপন ও অভিস্রবণ
উত্তরঃ (ঘ) ব্যাপন ও অভিস্রবণ
প্রশ্নঃ কমলাকান্ত চরিত্রটি কার সৃষ্টি? -
(ক) প্রমথ চৌধুরী
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) সুকান্ত ভট্টাচার্য
(ঘ) শীর্ষেন্দু মুখপাধ্যায়
উত্তরঃ (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের ছয়টি মৌলিক স্বাধীনতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে? -
(ক) ১৯
(খ) ২১
(গ) ২৩
(ঘ) ৩৯
উত্তরঃ (ক) ১৯
প্রশ্নঃ হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? -
(ক) ১৫২৬ সালে
(খ) ১৫৪০ সালে
(গ) ১৫৫৬ সালে
(ঘ) ১৫৭৬ সালে
উত্তরঃ (ঘ) ১৫৭৬ সালে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ