gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 5
প্রশ্নঃ ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? -
(ক) ভাটপাড়া
(খ) রিষড়া
(গ) হালিশহর
(ঘ) কাঁচরাপাড়া
উত্তরঃ (খ) রিষড়া
প্রশ্নঃ এলাহাবাদ প্রসশ্তি কে রচনা করেন? -
(ক) তুলসীদাস
(খ) রবিকীর্তি
(গ) হরিষেণ
(ঘ) এনাদের কেউই নন
উত্তরঃ (গ) হরিষেণ
প্রশ্নঃ কলিঙ্গ পুরষ্কার কবে দেওয়া শুরু হয়? -
(ক) ১৯১৭ সালে
(খ) ১৯৫২ সালে
(গ) ১৯৫৪ সালে
(ঘ) ১৯৮৬ সালে
উত্তরঃ (খ) ১৯৫২ সালে
প্রশ্নঃ বাচস্পতি পুরষ্কার কিসের সঙ্গে যুক্ত? -
(ক) খেলাধুলা ক্ষেত্রে
(খ) পরিবেশ বিদ্যা
(গ) সংস্কৃত ভাষার বই
(ঘ) বিজ্ঞান গবেষণা
উত্তরঃ (গ) সংস্কৃত ভাষার বই
প্রশ্নঃ শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত, কোন্ ব্যক্তি এই নামকরণ করেছিলেন? -
(ক) আর এল সিং
(খ) ডি এল ওয়াদিয়া
(গ) এস পি চ্যাটার্জি
(ঘ) ও এইচ কে স্পেট
উত্তরঃ (গ) এস পি চ্যাটার্জি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ