gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ অভিনব বিন্দ্রা কোন্ খেলার সাথে যুক্ত? -
(ক) টেবিল টেনিস
(খ) শ্যুটিং
(গ) দাবা
(ঘ) খো খো
উত্তরঃ (খ) শ্যুটিং
প্রশ্নঃ নীচের কোন্ হরমোন একটি প্রকল্পিত হরমোন -
(ক) ইথিলিন
(খ) ডরমিন
(গ) অক্সিন
(ঘ) সাইটোকাইনিন
উত্তরঃ (ঘ) সাইটোকাইনিন
প্রশ্নঃ কার অধিনায়কত্বে Indian National Army অনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? -
(ক) ক্যাপ্টেন মোহন সিং
(খ) সুভাষচন্দ্র বসু
(গ) রাসবিহারী বসু
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) ক্যাপ্টেন মোহন সিং
প্রশ্নঃ নীচের কোন্ হরমোনটি GTH এর অন্তর্গত নয়?
(ক) FSH
(খ) LH
(গ) ICSH
(ঘ) ADH
উত্তরঃ (ঘ) ADH
প্রশ্নঃ রঙ্গিত কোন্ নদীর প্রধান উপনদী? -
(ক) জলঢাকা
(খ) তিস্তা
(গ) মহানন্দা
(ঘ) তোর্সা
উত্তরঃ (খ) তিস্তা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ