gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 6
প্রশ্নঃ স্বরাজ্য দলের উদ্দেশ্য ছিল -
(ক) চরম পন্থা অবলম্বন করা
(খ) আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা
(গ) কংগ্রেদের কর্মসূচী বর্জন
(ঘ) সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন
উত্তরঃ (খ) আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা
প্রশ্নঃ অ্যামনেসিয়া রোগ হলে কি কমে যায়? -
(ক) ঘ্রাণশক্তি
(খ) স্মৃতিশক্তি
(গ) দৃষ্টিশক্তি
(ঘ) শ্রবণশক্তি
উত্তরঃ (খ) স্মৃতিশক্তি
প্রশ্নঃ ধর্ম মহাপাত্র কে নিয়োগ করেন? -
(ক) পুষ্যমিত্রশুঙ্গ
(খ) কণিষ্ক
(গ) আশোক
(ঘ) হর্ষবর্ধন
উত্তরঃ (খ) কণিষ্ক
প্রশ্নঃ হর্ণবিল উৎসব কোথায় হয়? -
(ক) ত্রিপুরা
(খ) নাগাল্যান্ড
(গ) মিজোরাম
(ঘ) বিহার
উত্তরঃ (খ) নাগাল্যান্ড
প্রশ্নঃ কুতুবউদ্দিন আইবকের ঠিক পরে এবং ইলতুৎমিসের ঠিক আগে কে দিল্লির সিংহাসনের বসেন? -
(ক) কাইকোবাদ
(খ) আরাম শাহ
(গ) রুকুনউদ্দিন
(ঘ) সুলতানা রাজিয়া
উত্তরঃ (খ) আরাম শাহ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ