gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 13
প্রশ্নঃ সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? -
(ক) অশ্বঘোষ
(খ) বাণভট্ট
(গ) রবিকীর্তি
(ঘ) হরিষেণ
উত্তরঃ (ঘ) হরিষেণ
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম লৌহখনি নিম্নলিখিত কোথায় অবস্থিত? -
(ক) বিহারের চিড়িয়াতে
(খ) মধ্যপ্রদেশের বাইলাডিলা
(গ) ওড়িশার বাদামপাহাড়
(ঘ) কর্ণাটকের কুদরেমুখ
উত্তরঃ (ঘ) কর্ণাটকের কুদরেমুখ
প্রশ্নঃ আর্দ্রতা প্রত্যাশিত রূপে কীভাবে প্রকাশ করা হয়? -
(ক) শতাংশ
(খ) অনুপাত
(গ) কিলোগ্রাম
(ঘ) গ্রাম
উত্তরঃ (ক) শতাংশ
প্রশ্নঃ মহাত্মা গান্ধির অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? -
(ক) তাঁর টুপি
(খ) তাঁর ছড়ি
(গ) তাঁর চরকা
(ঘ) তাঁর চশমা
উত্তরঃ (গ) তাঁর চরকা
প্রশ্নঃ রকেট কোন্ নীতির ভিত্তিতে কাজ করে? -
(ক) রৈখিক গতির সংরক্ষণ
(খ) সংরক্ষণ কৌণিক গতি
(গ) শক্তির রূপান্তর
(ঘ) ভর রূপান্তর
উত্তরঃ (ক) রৈখিক গতির সংরক্ষণ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ