gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1
প্রশ্নঃ পাকিস্তানে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় উষ্ণতম স্থান কোন্টি? -
(ক) লাহোর
(খ) রাওলপিন্ডি
(গ) জেকোকাবাদ
(ঘ) ইসলামাবাদ
উত্তরঃ (গ) জেকোকাবাদ
প্রশ্নঃ নীচের কোন্টি রক্ত বাহিত রোগ? -
(ক) হিমোফিলিয়া
(খ) অ্যানিমিয়া
(গ) এইডস
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) এইডস
প্রশ্নঃ সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল? -
(ক) ৪১তম সংশোধনীর দ্বারা
(খ) ৪২তম সংশোধনীর দ্বারা
(গ) ৪৩তম সংশোধনীর দ্বারা
(ঘ) ৪৪তম সংশোধনীর দ্বারা
উত্তরঃ (খ) ৪২তম সংশোধনীর দ্বারা
প্রশ্নঃ মুর্শিদাবাদে অবস্থিত হাজার দুয়ারীর স্থাপক কে ছিলেন? -
(ক) নবাব হুমাহুন জা
(খ) হোসেন শাহ
(গ) আলিবর্দি খাঁ
(ঘ) মুর্শিদকুলি খাঁ
উত্তরঃ (ক) নবাব হুমাহুন জা
প্রশ্নঃ ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? -
(ক) আয়ারল্যান্ড
(খ) রাশিয়া
(গ) ব্রিটেন
(ঘ) আমেরিকা
উত্তরঃ (গ) ব্রিটেন
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ