gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 7
প্রশ্নঃ তুঙ্গভদ্রা কোন্ নদীর উপনদী? -
(ক) নর্মদা
(খ) গোদাবরী
(গ) কাবেরী
(ঘ) কৃষ্ণা
উত্তরঃ (ঘ) কৃষ্ণা
প্রশ্নঃ ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয়? -
(ক) আমেরিকা
(খ) আষ্ট্রেলিয়া
(গ) কানাডা
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (খ) আষ্ট্রেলিয়া
প্রশ্নঃ অর্চন মহারাজ কিসের সঙ্গে যুক্ত? -
(ক) নৃত্য
(খ) ক্লাসিকাল মিউজিক
(গ) চিত্রশিল্পী
(ঘ) ভোকাল মিউজিক
উত্তরঃ (ক) নৃত্য
প্রশ্নঃ "My Experiments with Truth" - বইটির লেখক কে? -
(ক) আবুল কালাম আজাদ
(খ) কে এম পানিক্কর
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) জাকির হোসেন
উত্তরঃ (গ) মহাত্মা গান্ধী
প্রশ্নঃ মানুষের প্রতি 100 মিলি রক্তে অক্সিজেনের পরিমাণ থাকে -
(ক) ১০ মিলি
(খ) ২০ মিলি
(গ) ৩০ মিলি
(ঘ) ৪০ মিলি
উত্তরঃ (খ) ২০ মিলি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ