gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ সেন্ট্রাল মাশরুর রিসার্চ ইনস্টিটিউট কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) উত্তরপ্রদেশ
(খ) পাঞ্জাব
(গ) মহারাষ্ট্র
(ঘ) হিমাচল প্রদেশ
উত্তরঃ (ঘ) হিমাচল প্রদেশ
প্রশ্নঃ বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে? -
(ক) সত্যেন্দ্রনাথ বসু
(খ) জ্ঞানচন্দ্র ঘোষ
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তরঃ (গ) প্রফুল্লচন্দ্র রায়
প্রশ্নঃ ৪৭৫০ সংখ্যাটি থেকে কোন্ ক্ষুদ্রতম সংখ্যাটি বাদ দিলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে? -
(ক) ২১০
(খ) ২০১
(গ) ১৬২
(ঘ) ১২৬
উত্তরঃ (ঘ) ১২৬
প্রশ্নঃ খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন করাকে বলে -
(ক) বৃদ্ধি
(খ) শোষণ
(গ) শ্বসন
(ঘ) সালোকসংশ্লেষ
উত্তরঃ (গ) শ্বসন
প্রশ্নঃ কোন্ কমিটি/কমিশনের ভিত্তিতে গঠিত হয়েছিল "পাঞ্জাব পুনর্গঠন আইন"? -
(ক) ফজলুল হক কমিটি
(খ) শাহ কমিশন
(গ) জে পি ভি কমিটি
(ঘ) এস কে ধর কমিশন
উত্তরঃ (খ) শাহ কমিশন
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ