বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / Part 4
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / Part 4

 বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4


প্রশ্নঃ মাদুরাই কোন্‌ নদীর তীরে গড়ে উঠেছে? -

(ক) কাবেরী

(খ) ভাইগাই

(গ) সরয়ু

(ঘ) গোমতী

উত্তরঃ (খ) ভাইগাই


প্রশ্নঃ কোন্‌ সংবাদপত্রে "বয়কট" সর্বপ্রথম ঘোষিত হয় -

(ক) অমৃতবাজার

(খ) যুগান্তর

(গ) হিতবাদী

(ঘ) সঞ্জীবনী

উত্তরঃ (ঘ) সঞ্জীবনী


প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? -

(ক) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ

(খ) জি এস পাঠক

(গ) ডঃ ভি ভি গিরি

(ঘ) ডঃ জাকির হোসেন

উত্তরঃ (ক) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ


প্রশ্নঃ চীনের ঘূর্ণবাত কি নামে পরিচিত? -

(ক) টর্নেডো

(খ) টাইফুন

(গ) সাইক্লোন

(ঘ) হ্যারিকেন

উত্তরঃ (খ) টাইফুন


প্রশ্নঃ চোখের জলে কোন্‌ উৎসেচক থাকে? -

(ক) লেপটেন

(খ) লাইসোজাইম

(গ) মেলাটেজ

(ঘ) লাইপেজ

উত্তরঃ (খ) লাইসোজাইম


প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম নীলকান্তমণি কোথায় পাওয়া গেল -

(ক) সিঙ্গাপুর

(খ) ভুটান

(গ) শ্রীলঙ্কা

(ঘ) মায়ানমার

উত্তরঃ (গ) শ্রীলঙ্কা


প্রশ্নঃ গৌতম বুদ্ধের বিভিন্ন জন্মের কথা কোন্‌ গ্রন্থে উল্লেখ আছে -  

(ক) ত্রিপিটক

(খ) ত্রিরত্ন

(গ) জাতক

(ঘ) দ্বাদশ অঙ্গ

উত্তরঃ (ক) ত্রিপিটক


প্রশ্নঃ ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? -

(ক) এবিসি

(খ) মার্ক ওয়ান

(গ) পরম

(ঘ) সিদ্ধার্থ

উত্তরঃ (গ) পরম


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close