বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্ন : সূর্যগ্রহণ ঘটে কখন? -
(ক) সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে আসে
(খ) চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে
(গ) চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়
(ঘ) পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে
উত্তর : (খ) চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে
প্রশ্ন : ন্যাশনাল ডিফেন্স একাডেমী এর সদর দপ্তর কোথায় অবস্থিত? -
(ক) নতুন দিল্লিতে
(খ) কলকাতায়
(গ) পুনে
(ঘ) মুম্বাই
উত্তর : (গ) পুনে
প্রশ্ন : ভারত প্রথমবার কোন দেশকে হারিয়ে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় লাভ করেছিল? -
(ক) অস্ট্রেলিয়া
(খ) ওয়েস্ট ইন্ডিজ
(গ) শ্রীলংকা
(ঘ) ইংল্যান্ড
উত্তর : (খ) ওয়েস্ট ইন্ডিজ
প্রশ্ন : পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন? -
(ক) অক্ষয় মুখার্জি
(খ) প্রফুল্ল চন্দ্র রায়
(গ) প্রফুল্ল চন্দ্র সেন
(ঘ) বিধানচন্দ্র রায়
উত্তর : (গ) প্রফুল্ল চন্দ্র সেন
প্রশ্ন : দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? -
(ক) সান্দাকফু
(খ) কাঞ্চনজঙ্ঘা
(গ) আনাইমুদি
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (গ) আনাইমুদি
প্রশ্ন : ভারতবর্ষে পুলিশি ব্যবস্থা কে প্রবর্তন করে? -
(ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(খ) ওয়ারেন হেস্টিংস
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড কর্নওয়ালিস
উত্তর : (ঘ) লর্ড কর্নওয়ালিস
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ