বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1
প্রশ্ন : আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? -
(ক) রাজা রামমোহন রায়
(খ) কেশব চন্দ্র সেন
(গ) মৃণাল রায়
(ঘ) অজিত দাস
উত্তর : (ক) রাজা রামমোহন রায়
প্রশ্ন : তিতুমীরের প্রকৃত নাম কি ছিল? -
(ক) সৈয়দ মীর নাসির আলী
(খ) সৈয়দ আমানুল্লাহ খান
(গ) সৈয়দ আমির আলী
(ঘ) সৈয়দ মীর মোহাম্মদ খান
উত্তর : (ক) সৈয়দ মীর নাসির আলী
প্রশ্ন : ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? -
(ক) চেন্নাই
(খ) কলকাতা
(গ) ভুবেনেশ্বর
(ঘ) মুম্বাই
উত্তর : (খ) কলকাতা
প্রশ্ন : বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? -
(ক) উড়িষ্যা
(খ) কর্ণাটক
(গ) রাজস্থান
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তর : (খ) কর্ণাটক
প্রশ্ন : ইউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? -
(ক) হর্ষবর্ধন
(খ) চন্দ্রগুপ্ত
(গ) সমুদ্র গুপ্ত
(ঘ) অশোক
উত্তর : (ক) হর্ষবর্ধন
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ