বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ ভারতের কোন্ জেলাটি আয়তনে সবচেয়ে ছোট? -
(ক) মাহে
(খ) দমন
(গ) দিউ
(ঘ) কলকাতা
উত্তরঃ (ক) মাহে
প্রশ্নঃ যে পদ্ধতিতে সূর্যে শক্তি উৎপন্ন হয় সেই পদ্ধতিটি হল -
(ক) হিলিয়ামের সংযোজন
(খ) হাইড্রোজেনের সংযোজন
(গ) ইউরেনিয়ামের বিভাজন
(ঘ) উপরের সবগুলি
উত্তরঃ (খ) হাইড্রোজেনের সংযোজন
প্রশ্নঃ সভা ও সমিতির কাদের দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল? -
(ক) দ্রাবিড়রা
(খ) ঋগ্বেদিক আর্য
(গ) সিন্ধু উপত্যকা মানুষ
(ঘ) ভারতের পাহাড়ী উপজাতি
উত্তরঃ (খ) ঋগ্বেদিক আর্য
প্রশ্নঃ রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় -
(ক) জীবাশ্মের বয়স নির্ণয়
(খ) গাছের বয়স নির্ণয়
(গ) পুরনো অট্টালিকার নির্মাণ কাল নির্ণয়
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) জীবাশ্মের বয়স নির্ণয়
প্রশ্নঃ ভারতের প্রাচীতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন্টি? -
(ক) সিদ্রাপং
(খ) পাঞ্চেত
(গ) তিলাইয়া
(ঘ) মাইথন
উত্তরঃ (ক) সিদ্রাপং
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ