বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 28-08-2021 / gk in bengali / Part 2
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 28-08-2021 / gk in bengali / Part 2

 বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2



প্রশ্নঃ কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন -

(ক) গোবিন্দ সিং

(খ) মজনু শাহ

(গ) সিধু

(ঘ) বুদ্ধ ভগত

উত্তরঃ (ঘ) বুদ্ধ ভগত


প্রশ্নঃ সমুদ্রগুপ্ত সম্বন্ধে রচিত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? -

(ক) হরিসেন

(খ) বাণভট্ট

(গ) বিলহন

(ঘ) কলহন

উত্তরঃ (ক) হরিসেন


প্রশ্নঃ "বেঙ্গলি" পত্রিকার সম্পাদক কে ছিলেন? -

(ক) আগাস্টাস হিকি

(খ) চিত্তরঞ্জন দাস

(গ) নেতাজি সুভাষচন্দ্র বসু

(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


প্রশ্নঃ দাক্ষিণাত্যের কাশি নামে কোন্‌ শহরটি পরিচিত -

(ক) বিশাখাপত্তনম

(খ) মাদুরাই

(গ) পুদুচেরি

(ঘ) কন্যাকুমারী

উত্তরঃ (খ) মাদুরাই


প্রশ্নঃ বাদুড় তার গতিবেগ নিয়ন্ত্রণের জন্য কি ব্যবহার করে? -

(ক) শ্রুতিগোচর শব্দ

(খ) শব্দোত্তর শব্দ

(গ) শব্দেতর শব্দ

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) শব্দোত্তর শব্দ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close