বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 3
প্রশ্নঃ পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ হলো -
(ক) পাকিস্তান
(খ) ভারত
(গ) চিন
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (ঘ) বাংলাদেশ
প্রশ্নঃ প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না করা যায়, এর কারণ কী? -
(ক) নিম্ন উষ্ণতায় জল ফুততে শুরু করে
(খ) ফুটন্ত জল অপেক্ষা স্টিম উষ্ণতর
(গ) কুকার থেকে তাপ বেরিয়ে যেতে পারে না
(ঘ) উচ্চচাপ জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে
উত্তরঃ (ঘ) উচ্চচাপ জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে
প্রশ্নঃ কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) উত্তর প্রদেশ
(গ) রাজস্থান
(ঘ) অসম
উত্তরঃ (ঘ) অসম
প্রশ্নঃ আমাদের দেশে ব্যবহৃত আর্থিং তারের প্ল্যাস্টিক অন্তরকের রং সাধারনত -
(ক) নীল
(খ) হলুদ
(গ) লাল
(ঘ) সবুজ
উত্তরঃ (ঘ) সবুজ
প্রশ্নঃ সালোকসংশ্লেষের প্রধান রঞ্জক কি? -
(ক) বেসোফিল
(খ) ক্যারোটিন
(গ) ক্লোরোফিল
(ঘ) জ্যান্থোফিল
উত্তরঃ (গ) ক্লোরোফিল
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ