বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণিতে অবস্থিত -
(ক) শিবালিক
(খ) পীরপাঞ্জাল
(গ) জাস্কার
(ঘ) কারাকোরাম
উত্তরঃ (ঘ) কারাকোরাম
প্রশ্নঃ নীলদর্পন নাটক কার রচনা? -
(ক) দীনবন্ধু মিত্র
(খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) গিরীশচন্দ্র ঘোষ
(ঘ) হরিশচন্দ্র মুখ্যোপাধ্যায়
উত্তরঃ (ক) দীনবন্ধু মিত্র
প্রশ্নঃ "উলগুলান" শব্দটি নিম্নলিখিত কোন্ আন্দোলনের সঙ্গে জড়িত? -
(ক) গোর্খা বিদ্রোহ
(খ) কোল বিদ্রোহ
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) মুন্ডা বিদ্রোহ
উত্তরঃ (ঘ) মুন্ডা বিদ্রোহ
প্রশ্নঃ ন্যাশানাল লাইব্রেরী নিম্নলিখিত কোথায় অবস্থিত? -
(ক) গোয়া
(খ) তামিলনাড়ু
(গ) দিল্লি
(ঘ) কলকাতা
উত্তরঃ (ঘ) কলকাতা
প্রশ্নঃ নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত -
(ক) কংসাবতী
(খ) বরাকর
(গ) দ্বারকেশ্বর
(ঘ) সুবর্ণরেখা
উত্তরঃ (ক) কংসাবতী
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ