বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 3
প্রশ্নঃ "একেই কি বলে সভ্যতা" কার লেখা
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) লীলা মজুমদার
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (ক) মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্নঃ বীরবল কার ছদ্মনাম?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) প্রমথ চৌধুরি
(ঘ) মধুসূদন দত্ত
উত্তরঃ (গ) প্রমথ চৌধুরি
প্রশ্নঃ মেগাস্থিনিস এর লেখা গ্রন্থের নাম কি?
(ক) আকবরনামা
(খ) এথিয়নিস
(গ) আন্ডিস
(ঘ) ইন্ডিকা
উত্তরঃ(ঘ) ইন্ডিকা
প্রশ্নঃ সর্বপ্রথম কোন বিজ্ঞানী মানব্দেহের রক্তসংবহন বর্ণনা করেন?
(ক) গ্যালেন
(খ) উইলিয়াম হার্ভে
(গ) জন লুইস
(ঘ) ক্রিস্টিয়ান বার্নাড
উত্তরঃ (খ) উইলিয়াম হার্ভে
প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্ব কে আবিস্কার করেন?
(ক) স্টিফেনসন
(খ) টমাস এডিসন
(গ) গ্রাহাম বেল
(ঘ) জন হল্যান্ড
উত্তরঃ(খ) টমাস এডিসন
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ