বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ 'ইনক্লাব জিন্দাবাদ' শ্লোগান্টি কে বিখ্যাত করেছিলেন?
(ক) ভগৎ সিং
(খ) মৌলানা হাসরত মোহানি
(গ) নেতাজি সুভাষচন্দ্র বসু
(ঘ) বাল গঙ্গাধর তিলক
উত্তরঃ (ক) ভগৎ সিং
প্রশ্নঃ আগা থান কাপ কোন খেলার সাথে যুক্ত-
(ক) ফুটবল
(খ) ক্রিকেট
(গ) হকি
(ঘ) ব্যাটমিন্টন
উত্তরঃ (গ) হকি
প্রশ্নঃ ডায়নামো যন্ত্রে শক্তির কোন্ রূপান্তর ঘটে -
(ক) যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
(খ) চুম্বক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
(গ) তাপ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
প্রশ্নঃ বীরবল কার ছদ্মনাম? -
(ক) মধুসুধন দত্ত
(খ) প্রমথ চৌধুরী
(গ) বঙ্গিকচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) প্রমথ চৌধুরী
প্রশ্নঃ "করেঙ্গে ইয়া মরেঙে" কোন্ আন্দোলনের মন্ত্র ছিল? -
(ক) কৃষক
(খ) অসহযোগ
(গ) আইন অমান্য
(ঘ) ভারত ছাড়
উত্তরঃ (ঘ) ভারত ছাড়
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ