বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ পেন্সিলের শিষ তৈরি হয়-
(ক) গ্রাফাইট
(খ) রেড অক্সাইড
(গ) কয়লা
(ঘ) সিলিকন
উত্তরঃ (ক) গ্রাফাইট
প্রশ্নঃ সিন্ধু সভ্যতা ছিল?
(ক) প্রস্ত যুগের
(খ) লোহ যুগের
(গ) শহুরে
(ঘ) গ্রামীণ
উত্তরঃ (গ) শহুরে
প্রশ্নঃ আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রাণালী?
(ক) ডোভার
(খ) জিব্রাল্টার
(গ) বেরিং
(ঘ) কনোটিই নয়
উত্তরঃ (খ) জিব্রাল্টার
প্রশ্নঃ বিখ্যাত সুফি নিজাম উদ্দিন আউলিয়া কোন সুলতানের আনুগত্য লাভ করেছিল-
(ক) বলবন
(খ) ইলতুৎমিস
(গ) ফিরোজশাহ তুষলক
(ঘ) আলাউদ্দিন খলজি
উত্তরঃ (ঘ) আলাউদ্দিন খলজি
প্রশ্নঃ শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কী?
(ক) হেলমান্দ
(খ) সিন্ধু
(গ) কলিৎ ক্রাউন
(ঘ) মহাবলী গঙ্গা
উত্তরঃ (ঘ) মহাবলী গঙ্গা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes




একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ