বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1
প্রশ্নঃ আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনী ছিলেন?
(ক) মৌর্য যুগ
(খ) গুপ্ত যুগ
(গ) পাল যুগ
(ঘ) সুলতানি যুগ
উত্তরঃ (খ) গুপ্ত যুগ
প্রশ্নঃ সাম্প্রতিক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান এর মর্যাদা পাওয়া শহর "ধোলাভিরা" কোন রাজ্যে অবস্থিত-
(ক) অন্ধ্র প্রদেশ
(খ) তামিলনাড়ু
(গ) তেলেঙ্গানা
(ঘ) গুজরাট
উত্তরঃ (ঘ) গুজরাট
প্রশ্নঃ মুক্তশক্তির বাহক হল-
(ক) ADP
(খ) ATP
(গ) DNA
(ঘ) GTP
উত্তরঃ (খ) ATP
প্রশ্নঃ প্রোফেজ মাইটোসিসের কত তম পর্যায়-
(ক) 1st
(খ) 2nd
(গ) 3rd
(ঘ) 4th
উত্তরঃ (ক) 1st
প্রশ্নঃ লোহিতকণিকার রঙ্গক পদার্থটি হল-
(ক) বেসোফিল
(খ) হিমোগ্লোবিন
(গ) ক্রোমোফিল
(ঘ) মনোসাইট
উত্তরঃ (খ) হিমোগ্লোবিন
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ