বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ প্রার্থনা সমাজ কোথায় স্থাপিত হয়েছিল? -
(ক) আমৃতসর
(খ) ত্রিপুরা
(গ) বোম্বাই
(ঘ) কলকাতা
উত্তরঃ (গ) বোম্বাই
প্রশ্নঃ ক্লোরোফিলের মধ্যে নিম্নলিখিত কোন্ ধাতব উপাদানটি থাকে? -
(ক) জিঙ্ক
(খ) লৌহ
(গ) ম্যাঙ্গানিজ
(ঘ) ম্যাগনেশিয়াম
উত্তরঃ (ঘ) ম্যাগনেশিয়াম
প্রশ্নঃ নীচে কাদের দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়? -
(ক) কেঁচো
(খ) আরশোলা
(গ) ফড়িং
(ঘ) মাছি
উত্তরঃ (ক) কেঁচো
প্রশ্নঃ প্রয়োজনে কোন্ পাখিটি পিছন দিকে উড়তে পারে? -
(ক) হামিং বার্ড
(খ) বাবুই
(গ) শকুন
(ঘ) কাক
উত্তরঃ (ক) হামিং বার্ড
প্রশ্নঃ তড়িৎশক্তির একক কি? -
(ক) অ্যাম্পিয়ার
(খ) ভোল্ট
(গ) ওয়াট/ঘন্টা
(ঘ) ওয়াট
উত্তরঃ (গ) ওয়াট/ঘন্টা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ