বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1
প্রশ্নঃ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? -
(ক) মুম্বাই
(খ) দিল্লী
(গ) কলকাতা
(ঘ) রাঁচি
উত্তরঃ (গ) কলকাতা
প্রশ্নঃ নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাজদীপ কে করেছিলেন? -
(ক) জহরলাল নেহেরু
(খ) সর্দার বল্লভ ভাই প্যাটেল
(গ) সুভাষচন্দ্র বসু
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) সুভাষচন্দ্র বসু
প্রশ্নঃ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক ৭নং জাতীয় সড়ক কোন্ দুটি স্থানকে যোগাযোগ করেছে? -
(ক) কলকাতা ও অমৃতসর
(খ) বারাণসী ও কন্যাকুমারীকা
(গ) আগ্রা ও মুম্বাই
(ঘ) নতুন দিল্লি ও অমৃতসর
উত্তরঃ (খ) বারাণসী ও কন্যাকুমারীকা
প্রশ্নঃ কালো সীসা কাকে বলে? -
(ক) গ্যাস কার্বন
(খ) ভুষা কালি
(গ) গ্রাফাইট
(ঘ) কোক
উত্তরঃ (গ) গ্রাফাইট
প্রশ্নঃ ইবন বতুতা কোন্ শাসকের রাজত্বকালে ভারতে আসে? -
(ক) আলাউদ্দিন খলজী
(খ) ইলতুৎমিস
(গ) মহম্মদ বিন তুঘলক
(ঘ) আকবর
উত্তরঃ (গ) মহম্মদ বিন তুঘলক
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ