বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ বৃহত্তম গ্রহাণুর নাম কী? -
(ক) প্রক্সিমা
(খ) ডপলার
(গ) সেরেস
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) সেরেস
প্রশ্নঃ একসালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? -
(ক) মাউল্টব্যাটেন
(খ) লর্ড ওয়েলেসলি
(গ) ওয়ারেন হেস্টিংস
(ঘ) লর্ড ডালহৌসি
উত্তরঃ (গ) ওয়ারেন হেস্টিংস
প্রশ্নঃ বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? -
(ক) রোম
(খ) লন্ডন
(গ) প্যারিস
(ঘ) জেনেভা
উত্তরঃ (ক) রোম
প্রশ্নঃ একটি উপকারী ব্যাকটেরিয়ার উদাহরণ হল -
(ক) মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি
(খ) সালমোনেলা টাইফোসা
(গ) ভিব্রিও কলেরি
(ঘ) ল্যাকটোব্যাসিলাস
উত্তরঃ (ঘ) ল্যাকটোব্যাসিলাস
প্রশ্নঃ সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন? -
(ক) মদন লাল ধিংরা
(খ) মাদাম কামা
(গ) গোপালকৃষ্ণ গোখলে
(ঘ) দাদাভাই নওরোজি
উত্তরঃ (গ) গোপালকৃষ্ণ গোখলে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ