বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি "রামসার চুক্তি"র অন্তর্গত? -
(ক) পূর্ব কলকাতা জলাভূমি
(খ) লাল দীঘি
(গ) সুভাষ সরোবর
(ঘ) রবীন্দ্র সরোবর
উত্তরঃ (ক) পূর্ব কলকাতা জলাভূমি
প্রশ্নঃ "ওয়াহাবি" শব্দের অর্থ কি? -
(ক) বিপ্লব
(খ) নবজাগরণ
(গ) সংগ্রাম
(ঘ) ধর্ম সংস্কার
উত্তরঃ (খ) নবজাগরণ
প্রশ্নঃ বীজের অঙ্কুরোদগমের সাহায্যকারী হরমোন হল -
(ক) সাইটোকাইনিন
(খ) ইথিলিন
(গ) অক্সিন
(ঘ) জিব্বেরেলিন
উত্তরঃ (ঘ) জিব্বেরেলিন
প্রশ্নঃ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী গ্যাসটি হল -
(ক) অক্সিজেন
(খ) নাইট্রোজেন ডাই অক্সাইড
(গ) সালফার ডাই অক্সাইড
(ঘ) কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ (ঘ) কার্বন ডাই অক্সাইড
প্রশ্নঃ "সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি"র প্রস্তাব কে করেন? -
(ক) আগা খাঁ
(খ) মতিলাল নেহেরু
(গ) অ্যানি বেসান্ত
(ঘ) রামজে ম্যাকডোনাল্ড
উত্তরঃ (ঘ) রামজে ম্যাকডোনাল্ড
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ