বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 18-08-2021 / gk in bengali / Part 1
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 18-08-2021 / gk in bengali / Part 1

 বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1



প্রশ্নঃ নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত কোন্‌ নদীর উপর অবস্থিত? -

(ক) শোন

(খ) তুঙ্গভদ্রা

(গ) কাবেরী

(ঘ) কৃষ্ণা

উত্তরঃ (ঘ) কৃষ্ণা


 প্রশ্নঃ হিমালয়ের কোন্‌ শৃঙ্গটিকে 'সাগরমাথা' নামে জানা যায়? -

(ক) কাঞ্চঞ্জঙ্ঘা

(খ) মাউন্ট এভারেস্ট

(গ) ধৌলগিরি

(ঘ) নাঙ্গা পর্বত

উত্তরঃ (খ) মাউন্ট এভারেস্ট


 প্রশ্নঃ "ইউনিভার্সিটি অ্যাক্ট" কোন্‌ ভাইসরয়ের আমলে চালু হয়? -

(ক) লর্ড এলগিন

(খ) লর্ড ডাফরিন

(গ) লর্ড ক্যানিং

(ঘ) লর্ড কার্জন

উত্তরঃ (ঘ) লর্ড কার্জন


 প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় -

(ক) জেনেভা

(খ) ব্রাসেলস

(গ) সুইজারল্যান্ড

(ঘ) নেপাল

উত্তরঃ (খ) ব্রাসেলস


 প্রশ্নঃ পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে -

(ক) পালানি পর্বত

(খ) আন্নামালাই পর্বত

(গ) কার্ডামম পর্বতে

(ঘ) নীলগিরি পর্বতে

উত্তরঃ (ঘ) নীলগিরি পর্বতে


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close