বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে -
(ক) সিমেন্ট কারখানা
(খ) লোকোমোটিভ কারখানা
(গ) লোহা ও ইস্পাত শিল্প
(ঘ) সার কারখানা
উত্তরঃ (খ) লোকোমোটিভ কারখানা
প্রশ্নঃ ফতেপুর সিক্রি নামক নগরটি কে নির্মাণ করেছিলেন -
(ক) আকবর
(খ) জাহাঙ্গীর
(গ) শাহজাহান
(ঘ) শেরশাহ
উত্তরঃ (ক) আকবর
প্রশ্নঃ লুধিয়ানা কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) কৃষ্ণা
(খ) লুনি
(গ) শতদ্রু
(ঘ) গোমতী
উত্তরঃ (গ) শতদ্রু
প্রশ্নঃ হরিজন সংঘের প্রতিষ্ঠাতা হলেন -
(ক) বি আর আম্বেদকর
(খ) মহাত্মা গান্ধী
(গ) জয়প্রকাশ নারায়ণ
(ঘ) গোপাল কৃষ্ণ গোখলে
উত্তরঃ (খ) মহাত্মা গান্ধী
প্রশ্নঃ বাষ্পমোচনের হার পরিমাণকারী যন্ত্রটির নাম -
(ক) স্ফিগমোম্যানোমিটার
(খ) পোটোমিটার
(গ) স্পাইরোমিটার
(ঘ) হেনোমিটার
উত্তরঃ (খ) পোটোমিটার
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ