বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ ICS পরীক্ষায় প্রথম কোন্ ভারতীয় পাশ করেন? -
(ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(খ) সুভাষ চন্দ্র বসু
(গ) আশুতোষ মুখোপাধ্যায়
(ঘ) সুভাষ সরকার
উত্তরঃ (ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ হৃৎপিন্ডের আবরণকে কি বলা হয়? -
(ক) পেরিকার্ডিয়াম
(খ) প্লাসেন্টা
(গ) রেটিকুলাম
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) পেরিকার্ডিয়াম
প্রশ্নঃ কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? -
(ক) ১৮৩৫ সালে
(খ) ১৮৩৮ সালে
(গ) ১৮৪৯ সালে
(ঘ) ১৮৬৭ সালে
উত্তরঃ (ক) ১৮৩৫ সালে
প্রশ্নঃ প্রাচ্যের ভেনিস বলা হয় -
(ক) পুনে
(খ) মিরাট
(গ) কোচিন
(ঘ) আলিগড়
উত্তরঃ (গ) কোচিন
প্রশ্নঃ কোলেরু হ্রদ কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) অন্ধ্র প্রদেশ
(খ) মধ্য প্রদেশ
(গ) রাজস্থান
(ঘ) কেরল
উত্তরঃ (ক) অন্ধ্র প্রদেশ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ