LightBlog
বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 14-08-2021 / gk in bengali / Part 2
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 14-08-2021 / gk in bengali / Part 2

 বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2



প্রশ্নঃ আত্মীয় সভা এবং ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন? -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) রামমোহন রায়

(গ) কেশবচন্দ্র সেন

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) রামমোহন রায়


 প্রশ্নঃ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? -

(ক) ম্যানোমিটার

(খ) ওডোমিটার

(গ) থার্মোমিটার

(ঘ) ব্যারোমিটার

উত্তরঃ (ঘ) ব্যারোমিটার


 প্রশ্নঃ ঘূর্ণিঝড় আইলার নামকরন করেন কোন্‌ দেশ? -

(ক) মালদ্বীপ

(খ) নেপাল

(গ) বাংলাদেশ

(ঘ) ভারত

উত্তরঃ (ক) মালদ্বীপ


 প্রশ্নঃ লন্ডনে ইন্ডিয়ান হোমরুল সোসাইটির প্রতিষ্ঠাতা কে? -

(ক) দামোদর সাভারকর

(খ) আরমানি বেসান্ত

(গ) শ্যামজি কৃষ্ণবর্মা

(ঘ) বালগঙ্গাধর তিলক

উত্তরঃ (গ) শ্যামজি কৃষ্ণবর্মা


 প্রশ্নঃ ১৮৭৫ সালে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? -

(ক) মোহাম্মদ ইকবাল

(খ) গোবিন্দ সিংহ

(গ) স্বামী দয়ানন্দ সরস্বতী

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) স্বামী দয়ানন্দ সরস্বতী


 প্রশ্নঃ গরবা নৃত্যাটি কোন্‌ উৎসবের সাথে সম্পর্কযুক্ত? -

(ক) বসন্তপঞ্চমী

(খ) দশেরা

(গ) দেওয়ালি

(ঘ) নবরাত্রি

উত্তরঃ (ঘ) নবরাত্রি


 প্রশ্নঃ জৈনদের পঞ্চম তম তীর্থাঙ্কর কে ছিলেন? -

(ক) শীতলনাথ

(খ) সুমতিনাথ

(গ) পদ্মভব

(ঘ) সম্ভবনাথ

উত্তরঃ (খ) সুমতিনাথ


 প্রশ্নঃ রামকৃষ্ণ পরমহংস দেবের আসল নাম কি? -

(ক) গ্যোষ্ঠ পাল

(খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

(গ) গদাধর চট্টোপাধ্যায়

(ঘ) রামরতন

উত্তরঃ (গ) গদাধর চট্টোপাধ্যায়


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close