বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 14-08-2021 / gk in bengali / Part 3
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 14-08-2021 / gk in bengali / Part 3

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 3 



প্রশ্নঃ গোরা উপন্যাসের লেখক কে? -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) মানিক বন্দ্যোপাধ্যায়

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর


 প্রশ্নঃ একমাত্র পতঙ্গ যার দেহে রয়েছে ফরমিক অ্যাসিড? -

(ক) মাছি

(খ) পিঁপড়ে

(গ) বোলতা

(ঘ) মৌমাছি

উত্তরঃ (খ) পিঁপড়ে


 প্রশ্নঃ কোন্‌ দেশে প্রথম রেল যোগাযোগ শুরু হয়? -

(ক) ফ্রান্স 

(খ) ইংল্যান্ড

(গ) আমেরিকা

(ঘ) ভারত

উত্তরঃ (খ) ইংল্যান্ড


 প্রশ্নঃ সর্বাধিক জাফরান চাস করা হয় -

(ক) উত্তরাখন্ড

(খ) পাঞ্জাব

(গ) জম্মু-কাশ্মীর

(ঘ) হিমাচল প্রদেশ

উত্তরঃ (গ) জম্মু-কাশ্মীর


 প্রশ্নঃ নন্টে ফন্টে জনপ্রিয় বাংলা চরিত্রটি কার সৃষ্টি? -

(ক) সুকুমার রায়

(খ) পেমেন্দ্র মিত্র

(গ) প্রাণ কুমার শর্মা

(ঘ) নারায়ণ দেবনাথ

উত্তরঃ (ঘ) নারায়ণ দেবনাথ


 প্রশ্নঃ সঞ্জীবনী পত্রকার সম্পাদক কে ছিলেন? -

(ক) কৃষ্ণ কুমার মিত্র

(খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(গ) বালগঙ্গাধর তিলক

(ঘ) মহাত্মা গান্ধী

উত্তরঃ (ক) কৃষ্ণ কুমার মিত্র


 প্রশ্নঃ ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? -

(ক) মুহাম্মদ বিন তুঘলক

(খ) চন্দ্রগুপ্ত মৌর্য

(গ) জাহাঙ্গীর 

(ঘ) হর্ষবর্ধন 

উত্তরঃ (ক) মুহাম্মদ বিন তুঘলক


 প্রশ্নঃ কোন্‌ দেশকে চিনির ভান্ডার বলা হয়? -

(ক) জাপান

(খ) থাইল্যান্ড

(গ) স্কটল্যান্ড

(ঘ) কিউবা

উত্তরঃ (ঘ) কিউবা


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close