বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 12-08-2021 / gk in bengali / Part 1
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 12-08-2021 / gk in bengali / Part 1

 বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1



প্রশ্নঃ ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোন্‌টি? -

(ক) কেরালা

(খ) কর্ণাটক

(গ) অন্ধ্রপ্রদেশ

(ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (গ) অন্ধ্রপ্রদেশ


প্রশ্নঃ কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? -

(ক) ১৮২৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে


প্রশ্নঃ রাতকানা রোগ হয় কোন্‌ ভিটামিনের অভাবে? -

(ক) ভিটামিন A

(খ) ভিটামিন B

(গ) ভিটামিন C

(ঘ) ভিটামিন D

উত্তরঃ (ক) ভিটামিন A


প্রশ্নঃ মহাভারতের আদি অনুবাদক কে? -

(ক) নন্দরাম দাস

(খ) শ্রীকর নন্দী

(গ) কাশীরাম দাস

(ঘ) কবীন্দ্র পরমেশ্বর

উত্তরঃ (ঘ) কবীন্দ্র পরমেশ্বর


প্রশ্নঃ চুয়াড় বিদ্রোহ কত সালে হয়েছিল? -

(ক) ১৭৮৯ সালে

(খ) ১৭৯৯ সালে

(গ) ১৮০৯ সালে

(ঘ) ১৮১৯ সালে

উত্তরঃ (খ) ১৭৯৯ সালে


প্রশ্নঃ "মহাভাষ্য" কার লেখা? -

(ক) মহাকবি কালিদাস

(খ) পতঞ্জলি

(গ) হরিসেন

(ঘ) রাজেন্দ্র প্রসাদ

উত্তরঃ (খ) পতঞ্জলি


প্রশ্নঃ নীচের কোন্‌টি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস? -

(ক) রেডন

(খ) ক্রিপ্টন

(গ) হিলিয়াম

(ঘ) আর্গন

উত্তরঃ (গ) হিলিয়াম


প্রশ্নঃ পান্না জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? -

(ক) গুজরাট

(খ) মণিপুর

(গ) ঝাড়খন্ড

(ঘ) মধ্যপ্রদেশ

উত্তরঃ (ঘ) মধ্যপ্রদেশ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close