Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ National Women Online Chess title জিতলো কোন মহিলা দাবাড়ু?
(ক) বন্তিকা আগারাবাল
(খ) সৃজা সেশাদ্রি
(গ) অর্পিতা মুখার্জি
(ঘ) নিহাল সারিন
উত্তরঃ (ক) বন্তিকা আগারাবাল
প্রশ্নঃ Intrinsic নামে রোবোটিক্স কোম্পানী লঞ্চ করলো কোন্ পেরেন্ট কোম্পানী? -
(ক) Microsoft
(খ) Google
(গ) Alphabet INC
(ঘ) Flipkart
উত্তরঃ (গ) Alphabet INC
প্রশ্নঃ কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে? -
(ক) বিশ্বভূষণ হরি চন্দন
(খ) বাসবরাজ বোম্মাই
(গ) তীরথ সিং রাওয়াত
(ঘ) ভগৎ সিং কস্যারী
উত্তরঃ (খ) বাসবরাজ বোম্মাই
প্রশ্নঃ কোন্ রাজ্যে "Indian Institute of Food Processing Technology" অবস্থিত? -
(ক) মধ্যপ্রদেশ
(খ) কেরালা
(গ) তামিলনাড়ু
(ঘ) গুজরাট
উত্তরঃ (গ) তামিলনাড়ু
প্রশ্নঃ কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন? -
(ক) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) লর্ড বেন্টিং
(ঘ) আলেক্সান্ডার ডাফ
উত্তরঃ (গ) লর্ড বেন্টিং
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ