Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 07-08-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 07-08-2021/ Daily Current Affairs Today Part 5

 Current Affairs / General Knowledge in Bengali Part 5



প্রশ্নঃ অলিম্পিক খেলায় কোন্‌ ভারতীয় ভালা ছোড়ায় প্রথম ফাইনালে প্রবেশ করেন? -

(ক) বিপিন কসানা

(খ) শিবপাল সিংহ

(গ) মনপ্রীত সিংহ

(ঘ) নীরজ চপড়া

উত্তরঃ (ঘ) নীরজ চপড়া


 প্রশ্নঃ টোকিও অলম্পিক ২০২০ পুরুষ ১০০ মিটার দৌড়ে সোনার পদক পেলেন ল্যামন্ট মার্সেল জ্যাকবস, ইনি কোন্‌ দেশের অ্যাঠলেটিক? -

(ক) ব্রাজিল

(খ) জামাইকা

(গ) জার্মানি

(ঘ) ইতালি

উত্তরঃ (ঘ) ইতালি


 প্রশ্নঃ কোন্‌ রাজ্য সরকার কৃষক পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য স্কলারশিপের ঘোষণা করল? -

(ক) রাজস্থান

(খ) মহারাষ্ট্র

(গ) কর্ণাটক

(ঘ) উত্তর প্রদেশ

উত্তরঃ (গ) কর্ণাটক


 প্রশ্নঃ কোন্‌ দেশ ২০২১ Concacaf Gold Cup (Football) জয়লাভ করলো? -

(ক) কোস্টারিকা

(খ) কানাডা

(গ) মার্কিন যুক্তরাষ্ট্র

(ঘ) মেস্কিকো

উত্তরঃ (গ) মার্কিন যুক্তরাষ্ট্র


 প্রশ্নঃ কোন্‌ দেশের সামরিক বাহিনীর প্রধান সিনয়র জেনারেল Min Aung Hlaing দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করলেন? -

(ক) ইন্দোনেশিয়া

(খ) মালয়েশিয়া

(গ) মালদ্বীপ

(ঘ) মায়ানমার

উত্তরঃ (ঘ) মায়ানমার


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close