Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ টেনিদা কার অমরসৃষ্টি?
(ক) প্রেমেন্দ্র মিত্র
(খ) সুকুমার রায়
(গ) নারায়ণ দেবনাথ
(ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ (ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
প্রশ্নঃ লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান কত পারে
(ক)নয় মাস
(খ)আট মাস
(গ)সাত মাস
(ঘ)ছয় মাস
উত্তরঃ(ঘ)ছয় মাস
প্রশ্নঃ"ভাটকল" বন্দর কোন রাজ্যে অবস্থিত-
(ক)গুজরাট
(খ)হরিয়ানা
(গ)কর্ণাটক
(ঘ)অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ(গ)কর্ণাটক
প্রশ্নঃ রাজ্যসভা কতদিন পরপর ভেঙে দেওয়া হয়?
(ক)২
(খ)৬
(গ)৫
(ঘ) ভেঙে দেওয়া যায় না
উত্তরঃ(ঘ) ভেঙে দেওয়া যায় না
প্রশ্নঃ কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত-
(ক)কারনার (বেঙ্গালুরু)
(খ)থুম্বা (কেরালা)
(গ)পুসা (দিল্লি)
(ঘ)দেরাদুন (উত্তরাঞ্চল)
উত্তরঃ(ক)কারনার (বেঙ্গালুরু)
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ