Current Affairs / General Knowledge in Bengali Part 4
প্রশ্নঃ ভারতের কটি টাইগার রিজার্ভ Global Conservation Assured Tiger Standards থেকে মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলো? -
(ক) ১৩টি
(খ) ১৪টি
(গ) ১৫টি
(ঘ) ১৬টি
উত্তরঃ (খ) ১৪টি
প্রশ্নঃ Intel কার সহযোগিতায় Al for ALL ইনশিয়েটিভ লঞ্চ করল? -
(ক) Flipkart
(খ) Amazon
(গ) ICSE
(ঘ) CBSE
উত্তরঃ (ঘ) CBSE
প্রশ্নঃ সম্প্রতি, ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফপদে কে নিযুক্ত হলেন? -
(ক) ভাইস অ্যাডমিরাল রতন কাটারিয়া
(খ) ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমেড
(গ) ভাইস অ্যাডমিরাল অজিত সিং
(ঘ) ভাইস অ্যডমিরাল রঞ্জিত সিং
উত্তরঃ (খ) ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমেড
প্রশ্নঃ আলফা ক্যারোটিন প্রোটিন মানব দেহের কোথায় দেখা যায় -
(ক) যকৃতে
(খ) চুলে
(গ) নখে
(ঘ) দাঁতে
উত্তরঃ (খ) চুলে
প্রশ্নঃ মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন -
(ক) লালা লাজপত রায়
(খ) বিপিনচন্দ্র পাল
(গ) অরবিন্দ ঘোষ
(ঘ) বালগঙ্গাধর তিলক
উত্তরঃ (ঘ) বালগঙ্গাধর তিলক
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ