Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 3
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যে "ওনাম উৎসব" পালিত হয়েছে? -
(ক) কেরল
(খ) অসম
(গ) ওড়িষ্যা
(ঘ) তেলেঙ্গানা
উত্তরঃ (ক) কেরল
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যে 150 বছরের পুরনো কাঠের সেতু "গার্টং গালি" পুনরায় চালু করা হয়েছে? -
(ক) উত্তর প্রদেশ
(খ) উত্তরাখন্ড
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) মধ্য প্রদেশ
উত্তরঃ (খ) উত্তরাখন্ড
প্রশ্নঃ নিচের কোন মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বর্ষা মৌসুমে খরিফ ফসলের আওতা কমেছে? -
(ক) Ministry of Sports
(খ) Ministry of Education
(গ) Ministry of Information and Broadcasting
(ঘ) Ministry of Agriculture
উত্তরঃ (ঘ) Ministry of Agriculture
প্রশ্নঃ কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও জলশক্তি প্রহ্লাদ সিং প্যাটেল কোন রাজ্যের সাতটি দেশীয় খাদ্য পণ্য চালু করেছেন? -
(ক) আসাম
(খ) মনিপুর
(গ) ওড়িষ্যা
(ঘ) মধ্য প্রদেশ
উত্তরঃ (খ) মনিপুর
প্রশ্নঃ আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত এবং কোন দেশের নৌবাহিনীর মধ্যে মালাবার নৌ মহড়া 26 আগস্ট অনুষ্ঠিত হবে? -
(ক) শ্রীলঙ্কা
(খ) চিন
(গ) জাপান
(ঘ) তাইওয়ান
উত্তরঃ (গ) জাপান
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ