Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 2
প্রশ্নঃ সম্প্রতি, কোন্ রাজ্য সরকার মেয়ের কলেজে ভর্তি হওয়ার জন্য ২০০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়? -
(ক) মধ্য প্রদেশ
(খ) রাজস্থান
(গ) হরিয়ানা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) মধ্য প্রদেশ
প্রশ্নঃ সম্প্রতি, ভারত সবচেয়ে বেশি উঁচুতে হার্বাল গার্ডেন কোথায় তৈরি করল? -
(ক) জম্মু কাশ্মীর
(খ) হিমাচল প্রদেশ
(গ) উত্তরাখন্ড
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) উত্তরাখন্ড
প্রশ্নঃ সম্প্রতি, উত্তর প্রদেশে পূর্ব মুখ্যমন্ত্রী কল্যান সিংহের কত বছর বয়সে মৃত্যু হলো? -
(ক) ৮৯ বছর বয়সে
(খ) ৯১ বছর বয়সে
(গ) ৯২ বছর বয়সে
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) ৮৯ বছর বয়সে
প্রশ্নঃ সম্প্রতি, হরুন গ্লোবাল ৫০০ সবথেকে মূল্যবান কোম্পানীর লিস্টে উপরে কোন্ কোম্পানীকে রাখা হলো? -
(ক) Apple
(খ) Amazon
(গ) Microsoft
(ঘ) Sumsung
উত্তরঃ (ক) Apple
প্রশ্নঃ সম্প্রতি, U-20 অ্যাথলেটিস্ক চ্যাম্পিয়নশিপে অমিত খত্রী কোন্ পদক জীতল? -
(ক) রুপো
(খ) সোনা
(গ) কাসা
(ঘ) তামা
উত্তরঃ (ক) রুপো
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ