Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 2
প্রশ্নঃ নিচের কোন দেশটি সম্প্রতি তিনটি শিশু নীতি অনুমোদন করেছে? -
(ক) জাপান
(খ) ভারত
(গ) চিন
(ঘ) আমেরিকা
উত্তরঃ (গ) চিন
প্রশ্নঃ 2021 সালে BRICS শিল্প মন্ত্রীদের পঞ্চম বৈঠকের সভাপতি কোন দেশ? -
(ক) দক্ষিণ আফ্রিকা
(খ) ভারত
(গ) ব্রাজিল
(ঘ) রাশিয়া
উত্তরঃ (খ) ভারত
প্রশ্নঃ কমিক বুক আইকন চাচা চৌধুরী ভারতের কোন স্মার্ট সিটির জন্য সহায়তা প্রদানের জন্য দলে নেওয়া হয়েছে? -
(ক) করনাল
(খ) ফারিদাবাদ
(গ) ভুবনেশ্বর
(ঘ) শিলং
উত্তরঃ (খ) ফারিদাবাদ
প্রশ্নঃ ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ সোসাইটির নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? -
(ক) ডঃ মনমোহন সিংহ
(খ) আমিতাভ কান্ট
(গ) আজয় ত্যাগী
(ঘ) এন কে সিংহ
উত্তরঃ (ঘ) এন কে সিংহ
প্রশ্নঃ কোন রাজ্য সরকার রাজ্যের প্রতিটি গ্রামে ক্রীড়া স্টেডিয়ামগুলিকে শক্তিশালী করার প্রস্তাব পাস করেছে? -
(ক) ঝাড়খণ্ড
(খ) ছত্তিসগড়
(গ) রাজস্থান
(ঘ) উত্তর প্রদেশ
উত্তরঃ (ঘ) উত্তর প্রদেশ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ