Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 3
প্রশ্নঃ ভারতীয় নৌবাহিনী এবং ভিয়েতনাম পিপলস নেভির মধ্যে কোন সমুদ্রের সামুদ্রিক মহড়া পরিচালিত হয়েছে? -
(ক) আরব সাগর
(খ) দক্ষিণ চিন সাগর
(গ) দ্যা ডার্ক ওসিন
(ঘ) লাল সাগর
উত্তরঃ (খ) দক্ষিণ চিন সাগর
প্রশ্নঃ ভারতে কাদের সহযোগিতায় "Unite Aware" প্ল্যাটফর্ম চালু করেছে? -
(ক) United Nations
(খ) World Health Organization
(গ) World Trade Organization
(ঘ) Ministry of Coal
উত্তরঃ (ক) United Nations
প্রশ্নঃ সম্প্রতি, কোন সংস্থার সঙ্গে, পর্যটন মন্ত্রণালয় আতিথেয়তা এবং পর্যটন শিল্পকে শক্তিশালী করতে অংশীদার হয়েছে? -
(ক) Make My Trip
(খ) Red Bus
(গ) Ibibo
(ঘ) (ক) এবং (গ) উভয়
উত্তরঃ (ঘ) (ক) এবং (গ) উভয়
প্রশ্নঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন রাজ্যের ঐতিহাসিক সোমনাথ মন্দিরের জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন? -
(ক) মহারাষ্ট্র
(খ) পাঞ্জাব
(গ) গুজরাট
(ঘ) কেরল
উত্তরঃ (গ) গুজরাট
প্রশ্নঃ কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যে "গোর্খধাঁ" শব্দটির ব্যবহার নিষিদ্ধ করেছে? -
(ক) রাজস্থান
(খ) হরিয়ানা
(গ) উত্তর প্রদেশ
(ঘ) মধ্য প্রদেশ
উত্তরঃ (খ) হরিয়ানা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ