Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 4
প্রশ্নঃ অনুকরণীয় নেতৃত্বের গুণাবলী প্রদর্শনের জন্য কে জাতীয় যুব পুরস্কারে ভূষিত হয়েছেন? -
(ক) রাম সিংহ শর্মা
(খ) রমেশ সিপি
(গ) মোহম্মদ আজম
(ঘ) বিদ্যা কুমারি দত্ত
উত্তরঃ (গ) মোহম্মদ আজম
প্রশ্নঃ সম্প্রতি, কারা ভারতে নকল কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে মেডিক্যাল অ্যালার্ট জারি করেছে? -
(ক) UNESCO
(খ) World Knowledge Organization
(গ) World Health Organization
(ঘ) World Science Organization
উত্তরঃ (গ) World Health Organization
প্রশ্নঃ DISC 5.0 উদ্যোগ চালু করা মন্ত্রীর নাম কি? -
(ক) রাজনাথ সিংহ
(খ) পিয়ুশ গোয়েল
(গ) আমিত শাহ
(ঘ) নরেন্দ্র তোমার
উত্তরঃ (ক) রাজনাথ সিংহ
প্রশ্নঃ কেন্দ্রীয় মন্ত্রিসভা ভূতত্ত্বের ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত এবং কোন দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুমোদন করেছে? -
(ক) জাপান
(খ) চিন
(গ) ইংল্যান্ড
(ঘ) আমেরিকা
উত্তরঃ (ঘ) আমেরিকা
প্রশ্নঃ "Operation Khukri" বইটির লেখক কে? -
(ক) মেজর জেনারেল ভি কে জেটলি
(খ) মেজর জেনারেল সতিশ কুমার
(গ) মেজর জেনারেল বিজেন্দ্র সিংহ সিবাছি
(ঘ) মেজর জেনারেল রাজপাল পুনিয়া
উত্তরঃ (ঘ) মেজর জেনারেল রাজপাল পুনিয়া
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ