Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 1
প্রশ্নঃ বিশ্ব মশা দিবস নিচের কোন দিনে পালিত হয়? -
(ক) ১৯শে আগস্ট
(খ) ২০ই আগস্ট
(গ) ২১শে আগস্ট
(ঘ) ২২শে আগস্ট
উত্তরঃ (খ) ২০ই আগস্ট
প্রশ্নঃ বিশ্ব মানবিক দিবস নিচের কোন দিনে পালিত হয়? -
(ক) ১৮ই আগস্ট
(খ) ১৯শে আগস্ট
(গ) ২০ই আগস্ট
(ঘ) ২১শে আগস্ট
উত্তরঃ (খ) ১৯শে আগস্ট
প্রশ্নঃ কেন্দ্রীয় মন্ত্রিসভা দুর্যোগ ব্যবস্থাপনায় ভারত এবং কোন দেশের মধ্যে সমঝোতা স্মারক অনুমোদন করেছে? -
(ক) আফগানিস্থান
(খ) বাংলাদেশ
(গ) পাকিস্থান
(ঘ) নেপাল
উত্তরঃ (খ) বাংলাদেশ
প্রশ্নঃ সম্প্রতি, কেন্দ্রীয় সরকার দেশে কয়টি হ্যান্ডলুম ডিজাইন রিসোর্স সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? -
(ক) 10 টি
(খ) 11 টি
(গ) 12 টি
(ঘ) 13 টি
উত্তরঃ (ক) 10 টি
প্রশ্নঃ কোন গভর্নর সম্প্রতি 8 টি পোস্ট কার্ড ব্যবহার করেছেন? -
(ক) হরিয়ানা
(খ) কেরল
(গ) রাজস্থান
(ঘ) ওড়িষ্যা
উত্তরঃ (গ) রাজস্থান
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ