Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 2
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পেন্সিল সীসা ব্যবহার করে একটি নতুন কোভিড পরীক্ষা তৈরি করেছেন? -
(ক) ইউনিভারসিটি অফ ক্যালিফরনিয়া
(খ) হারভাড ইউনিভারসিটি
(গ) ইউনিভারসিটি অফ পেনসিল্বেনিয়া
(ঘ) কলম্ববিয়া ইউনিভারসিটি
উত্তরঃ (গ) ইউনিভারসিটি অফ পেনসিল্বেনিয়া
প্রশ্নঃ সম্প্রতি, সবুজ এবং টেকসই আমানত কর্মসূচি চালু করা ব্যাংকের নাম কি? -
(ক) ICICI
(খ) HDFC
(গ) SBI
(ঘ) Axis
উত্তরঃ (খ) HDFC
প্রশ্নঃ RBI- এর আর্থিক অন্তর্ভুক্তি সূচক (FI-Index) কতটি পরামিতি অন্তর্ভুক্ত করে? -
(ক) 3
(খ) 4
(গ) 6
(ঘ) 7
উত্তরঃ (ক) 3
প্রশ্নঃ "The Dream of Revolution : A Biography of Jayaprakash Narayan" বইটির লেখক কে?
(ক) বিমল প্রসাদ এবং সুজাতা প্রাসাদ
(খ) সিদ্ধার্থ মুখার্জী এবং পল্লবি মুখার্জী
(গ) সুজাতা প্রসাদ এবং শিভম শঙ্কর সিংহ
(ঘ) বিমল প্রসাদ এবং সিদ্ধার্থ মুখার্জী
উত্তরঃ (ক) বিমল প্রসাদ এবং সুজাতা প্রাসাদ
প্রশ্নঃ কোন বছরে ভারতের ৬ লক্ষ গ্রামে ইন্টারনেট সংযোগ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে?
(ক) ২০২২
(খ) ২০২৩
(গ) ২০২৪
(ঘ) ২০২৫
উত্তরঃ (গ) ২০২৪
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ