Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 2
প্রশ্নঃ সম্প্রতি, কোন্ রাজ্য সরকার সরকারী কর্মচারীদের আণম বোনাস দেওয়ার ঘোষণা করল? -
(ক) তেলেঙ্গনা
(খ) কেরল
(গ) অন্ধ্র প্রদেশ
(ঘ) উপরের কোনোটাই নয়
উত্তরঃ (খ) কেরল
প্রশ্নঃ সম্প্রতি, AI - এর ক্ষমতা বাড়ানোর জন্য কোন্ ব্যাংক AWS চেন করল? -
(ক) BOB
(খ) HDFC
(গ) RBL
(ঘ) SBI
উত্তরঃ (গ) RBL
প্রশ্নঃ সম্প্রতি, কোন্ রাজ্যে চোল রাজার জন্ম জয়ন্তী পালন করা হবে? -
(ক) রাজস্থান
(খ) তামিলনাড়ু
(গ) কেরল
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) তামিলনাড়ু
প্রশ্নঃ সম্প্রতি, দেশের প্রথম ওয়াটার প্লাস সিটি কাকে ঘোষণা করা হল? -
(ক) পুরী
(খ) বেঙ্গালোর
(গ) ইন্দোর
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) ইন্দোর
প্রশ্নঃ সম্প্রতি, জারি হওয়া রিপোর্ট অনুসারে ২০২০ তে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ কোন্টা ছিল? -
(ক) ভারত
(খ) বাংলাদেশ
(গ) পাকিস্থান
(ঘ) নেপাল
উত্তরঃ (খ) বাংলাদেশ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ