ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর অফিস এবং বর্তমান পদাধিকারী
ব্যাঙ্কের নাম |
প্রতিষ্ঠা বছর |
প্রতিষ্ঠাতা |
সদর অফিস |
বর্তমান পদাধিকারী |
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক |
১৮৯৫ |
দয়াল সিং মজিথা |
নিউ দিল্লী |
মল্লিকার্জুনা রাও |
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
১৯০৬ |
মুম্বাই ব্যবসায়ী সংস্থা |
মুম্বাই |
অতনু কুমার দাস |
কানাড়া ব্যাঙ্ক |
১৯০৬ |
এ সুব্বারাও পাই |
বেঙ্গালুরু |
এল ভি প্রভাকর |
ইন্ডিয়ান ব্যাঙ্ক |
১৯০৭ |
ভি কৃষ্ণস্বামী |
চেন্নাই |
পদ্মজা চুন্দুরু |
ব্যাঙ্ক অফ বরোদা |
১৯০৮ |
মহারাজা সায়াজিরাও |
বরোদা |
হাসমুখ আধিয়া |
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক |
১৯০৮ |
ভাইবীর সিং, সুন্দর সিং মজিথা এবং সর্দার টারলোচন সিং |
নিউ দিল্লী |
এস কৃষ্ণান |
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
১৯১১ |
সোরাবজি পোচকানওয়ালা |
মুম্বাই |
পল্লব মহাপাত্র |
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
১৯১৯ |
সাঠ সিতারাম পোদ্দার |
মুম্বাই |
রাজকিরণ রাই জি |
সিন্ডিকেট ব্যাঙ্ক |
১৯২৫ |
উপেন্দ্র পাই, ভামন যুদবা, টিএমএ পাই |
মণিপাল |
মৃত্যুঞ্জয় মহাপাত্র |
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র |
১৯৩৫ |
ভি জি কালে এবং ডি কে সাঠে |
পুণে |
এ এস রাজীব |
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক |
১৯৩৭ |
এম চিদম্বরম চেট্টিয়ার |
চেন্নাই |
পার্থপ্রতীম সেনগুপ্ত |
ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স |
১৯৪৩ |
রায়বাহাদুর লালা সোহনলাল |
গুরগাঁও |
মুকেশ কুমার জৈন |
ইউকো ব্যাঙ্ক |
১৯৪৩ |
ঘনশ্যাম দাস বিড়লা |
কলকাতা |
অতুল কুমার গোয়েল |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
১৯৫৫ |
তদানীন্তন ভারত সরকার |
মুম্বাই |
দীনেশ কুমার খাড়া |
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ